Home লাইফস্টাইল সুস্থ ত্বক পেতে গোছলের আগে যা করণীয়

সুস্থ ত্বক পেতে গোছলের আগে যা করণীয়

চাই সুস্থ ও সতেজ ত্বক। আর তাই ত্বকের রুক্ষতা দূর করে লাবণ্যময় ত্বক পেতে আমাদের রয়েছে কিছু করণীয়। প্রতিদিন নিয়ম করে যত্ন নিলে  সহজেই পেতে পারেন সতেজ ত্বক। রুক্ষ ত্বক কেউই পছন্দ করেন না। আর তাই গোসলের আগে মাত্র ২০ মিনিটের পরিশ্রমে আপনিও পেতে পারেন সুস্থ ও কোমল ত্বক।

রুক্ষ ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে আজ আপনাদের জন্য রয়েছে দুইটি মিশ্রণ তৈরির প্রস্তুত প্রণালী ও তাদের ব্যবহার। আসুন জেনে নিই সেগুলো কি-

মিশ্রণ-১

উপকরণ:

টক দই এক কাপ,

বেসন ২-৩ চা চামচ   

মধু ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী:

উপকরণগুলো একসাথে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখসহ পুরো শরীরের ত্বকে ভালো করে লাগিলে আধা ঘণ্টা অপেক্ষার পর ম্যাসেজ করে ধুয়ে ফেলুন।

নিয়মিত ব্যবহারে ত্বকের রং হবে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত।

মিশ্রণ-২

উপকরণ:

টকদই এক টেবিল চামচ,

ময়দা ২ টেবিল চামচ, লেবুর রস এক চা চামুচ ও

এক চিমটি হলুদ

প্রস্তুত প্রণালী:

উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এবার পুরু করে ত্বকে প্রলেপ দিন এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে ফেলুন।

সপ্তাহে ৩-৪ বার মিশ্রণটি ব্যবহার করুন। এটি লোমের রং পরিবর্তন করে এবং লোম ওঠা কমিয়ে দেয়।