Home লাইফস্টাইল সুন্দর হাতের লেখার জন্য কিছু কৌশল

সুন্দর হাতের লেখার জন্য কিছু কৌশল

সুন্দর হাতের লেখা সৃজনশীলতার একটি অংশ। সুন্দর হাতের লেখা সকলের কাছেই সমান ভাবে প্রশংসিত হয়ে থাকে।  এছাড়া এটি আপনার ব্যক্তিত্বকে এক ভিন্ন মাত্রা দান করে থাকে। আর তাই হাতের লেখা ভাল করার জন্য চাই বাড়তি চর্চা। তাছাড়া কিছু কৌশল অনুসরণ করে খুব সহজেই হাতের লেখা ভালো করা যায়। তাহলে জেনে নিই সেগুলো কি-

 

# সুন্দর হাতের লিখা দেখে দেখে অভ্যাস করা।

# এক প্যারা থেকে আরেক প্যারার মাঝে এক ইঞ্চি ফাঁকা রাখা ভালো।

# বাঁয়ে এবং ওপরে সোয়া এক ইঞ্চি ফাঁকা রাখলে হাতের  লেখা সুন্দর দেখায়।

# লেখার সময় ভুল হলে ওটার ওপরে হাত না ঘুরিয়ে একটানে কেটে আবার লেখা উচিত।

# যাদের হাত ঘামে তাদের জন্য রাবার যুক্ত কলম ভালো।

# লেখার সময় নিজের বাহু এবং কবজিকে সমান অবস্থানে রাখুন।

# সোজা হয়ে বসুন এবং আপনার অনভ্যস্ত হাতটিকে (যেমন ডানহাতিদের ক্ষেত্রে বাঁ হাত) কাগজ বা খাতাটিকে ধরে রাখার জন্য ব্যবহার করুন।

# লেখা শুরু করার আগে সেই জিনিসগুলো নির্বাচন করুন যেগুলো ব্যবহার করে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। অনেকেই মনে করে থাকেন সুন্দর হাতের লেখার জন্য ‘ফাউন্টেন পেন’ অত্যাবশকীয়। আসলে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

# কলম বা পেন্সিল নিব এর কাছাকাছি ধরে লিখুন, তবে শক্তভাবে ধরে নয়। যদি নিবের কাছাকাছি ধরে লিখতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তাহলে দুশ্চিন্তার কিছু নেই। কারণ কলম বা পেন্সিল ধরার আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এটা সম্পূর্ণই আপনার হাতের গড়নের ওপর নির্ভর করে।

# হাতের লেখা ভালো করার জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই। উপরোক্ত নিয়মগুলো মেনে যত বেশি অনুশীলন করবেন ততই দক্ষতা বাড়বে।