Home লাইফস্টাইল সহজ উপায়ে দূর করুন কাঁধ ও ঘাড় ব্যথা

সহজ উপায়ে দূর করুন কাঁধ ও ঘাড় ব্যথা

ভূল ভঙ্গিতে ল্যাপটপ বা কম্পিউটারে বসে বেশিক্ষণ কাজ করলে শুরু হতে পারে কাঁধ ও ঘাড়ে ব্যথা । আর এর ফলে কাজে মন বসানো খুব সমস্যা হয়ে পড়ে। এছাড়াও মোবাইল নিয়ে বেশিক্ষণ ব্যস্ত থাকলেও হতে পারে কাঁধ ও ঘাড়ে ব্যথা।

এমনকি গলব্লাডারে সমস্যা বা লিভার বা হৃদপিণ্ডে গন্ডগোল হলে তার প্রভাব পড়তে পারে কাঁধ বা ঘাড়ে। পুরনো কোনো ব্যথা, স্পন্ডিলাইটিস অথবা ঘুমের সময়ে ঠিকভাবে না শুয়ে থাকলেও হতে পারে এমনটা ।

আসুন জেনে নিই এই অস্বস্তিকর ব্যথা দূর করতে কিছু ঘরোয়া উপায়

* গরম ভাপ : শুধু কাঁধ-ঘাড়ে ব্যথার জন্যই নয়, যেকোনো জায়গার ব্যথা কমাতেই এটি অব্যর্থ। হট ওয়াটার ব্যাগে গরম পানি ভরে ব্যথা জায়গায় চেপে রাখুন।

* লবণ পানিতে গোসল : হালকা গরম পানিতে একটু এপসম লবণ মিশিয়ে গোসল করতে পারেন। এতে রক্ত সঞ্চালন ভালো হবে। এবং ক্লান্ত মাংসপেশি আরাম পাবে।

* ঠান্ডা প্রলেপ : বরফের টুকরো গ্লাসে বা প্যাকেটে ভরে ব্যথা জায়গায় দিতে পারেন। এতে কিছুক্ষণের জন্য ব্যথা বোধ অনুভূত হবে না। এভাবে আস্তে আস্তে ব্যথা কমবে।

* আদা চা : আদায় রয়েছে এমন এক উপাদান যা শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। যার ফলে ব্যথা সেরে যায়। গ্রিন টি-র মধ্যে আদা ও মধু মিশিয়ে খেতে পারেন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস উপকারে আসবে।

* আপেল সিডার ভিনেগার : কাঁধ ও ঘাড়ের ব্যথা সহ শরীরের যেকোনো ব্যথা দূর করতে আপেল সিডার ভিনেগার বেশ উপকারী। গরম পানিতে ভিনেগার মিশিয়ে ক্লান্ত মাংসপেশিকে সবল করে তুলতে পারেন। এছাড়া ভিনেগার ও মধু পানিতে মিশিয়ে সেটি খেলেও উপকার পাবেন।

* হলুদ : নারকেল তেলে হলুদ মিশিয়ে সেই প্রলেপ ব্যথা জায়গায় লাগান।