Home লাইফস্টাইল সহজেই দূর করুন মাথার ত্বকের তৈলাক্ত ভাব

সহজেই দূর করুন মাথার ত্বকের তৈলাক্ত ভাব

চুলের তৈলাক্তভাবের অন্যতম কারণ হল মাথার তালুর অতিরিক্ত তেল নিঃস্বরণ। চুলের এই তৈলাক্তভাবের কারণে প্রতিদিন শ্যাম্পু করতে হয়। আর যদি শ্যাম্পু না করেন তবে তেলেতেলে থাকার কারণে চুলের গোড়া নষ্ট হয়ে যায়। যার ফলে চুল পড়তে শুরু করে। তাই মাথার তালু রাখুন তেল মুক্ত।

প্রয়োজনীয় উপকরণ

১) হলুদ গুঁড়া ১ চা চামচ,

২) গ্রিন টির পানি ১ কাপ ও আধা চা চামচ এসেনশিয়াল ওয়েল।

হলুদের গুঁড়ায় রয়েছে অ্যান্টিব্যকটেরিয়াল ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান যা মাথার তালুর অতিরিক্ত তেল নিঃস্বরণ দূর করতে সাহায্য করে। অন্যদিকে গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল ও অ্যন্টি-অক্সিডেন্টস যা মাথার তালুর পি এইচ ব্যালেন্স বজায় রাখে। আর এসেনসিয়াল অয়েল চুল নরম ও মসৃণ রাখতে সাহায্য করে।

ব্যবহারবিধি

প্রথমে একটি বাটিতে হলুদ গুঁড়া, গ্রিন টি ও এসেনশিয়াল অয়েল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার একটি ব্রাশ দিয়ে মাথার তালুতে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

১) মাসে অন্তত দুইবার মাথায় এই প্যাক ব্যবহার করুন। এর ফলে মাথার তালু রেহাই পাবে তেলতেলে ভাব থেকে।

২) সবসময় তেলবিহীন শ্যাম্পু ব্যবহার করুন। এতে করে চুল তেলতেল হবে কম।

৩) আর চুল অতিরিক্ত তেলতেলে হয়ে গেলে ব্যবহার করুন ড্রাই শ্যাম্পু।