Home অর্থনীতি সর্বজনীন পেনশনে পাবেন নতুন চাকরিজীবীরা,পেনশন পাবেন না

সর্বজনীন পেনশনে পাবেন নতুন চাকরিজীবীরা,পেনশন পাবেন না

সর্বজনীন পেনশনে পাবেন নতুন চাকরিজীবীরা,পেনশন পাবেন না

স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থা

রাষ্ট্রায়ত্ত এবং স্বশাসিত, স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিতে যাঁরা নতুন যোগ দেবেন ১ জুলাই ২০২৪ পর থেকে তারা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন সুবিধা পাবেন না। নতুনদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত হবে।বর্তমানে সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো প্রদেয় ভবিষ্য তহবিলে (সিপিএফ) টাকা জমা রাখেন সরকারি কর্মচারীরা ১১ থেকে ১৩ শতাংশ হারে সুদ পায় তারা ।সরকারি কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন পান, তাঁরা টাকা রাখেন জিপিএফে। আর যাঁরা রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান, তাঁরা টাকা রাখেন সিপিএফে।  ৪০০ সংস্থা রয়েছে যারা এই সুবিধা পায় ।