Home লাইফস্টাইল শুষ্ক ত্বকের যত্নে করণীয়

শুষ্ক ত্বকের যত্নে করণীয়

সৌন্দর্য কথাটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে একটি লাবণ্যময় হাসিমাখা মুখের প্রতিচ্ছবি। তবে আমাদের মধ্যে অনেকেই শুষ্ক ত্বকের সমস্যায় ভুগে থাকেন। এ ধরনের ত্বক সারা বছরই সমস্যা করে থাকে। আসুন জেনে নিই ত্বকের শুষ্কতা প্রতিরোধে কিছু ঘরোয়া উপায় সম্পর্কে-

দই

শুষ্ক ও মলিন ত্বকের সমস্যা সমাধানে খুবই চমৎকার একটি উপাদান হল দই। কেননা এটি প্রদাহ ও লালচে ভাব তৈরিকারী জীবাণু ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে।

সামান্য দই নিয়ে এর মধ্যে এক চা চামচ মধু মেশান। এবার এক চা চামচ লেবুর রস দিয়ে সব উপাদানকে একত্রে মিশিয়ে মুখে ও হাতে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন।

পেঁপে

শুষ্ক ও মলিন ত্বকের সমস্যা সমাধানে খুবই উপকারী একটি ঘরোয়া উপাদান হল পেঁপে। কয়েক টুকরো কাঁচা পেঁপে কুচি করে ত্বকে ঘষুন। ১০ থেকে ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন করুন।

জলপাইয়ের তেল
জলপাইয়ের তেলে বিদ্যমান  অ্যান্টিঅক্সিডেন্ট ও উচ্চ পরিমাণ ফ্যাটি এসিড ত্বককে মসৃণ করে। সামান্য জলপাইয়ের তেল নিয়ে হালকা গরম করে  হাত, পা ও মুখে ম্যাসাজ করে সারা রাত রেখে দিন। সকালে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।