প্রকৃতিতে এখন হেমন্তকাল। তবে সকাল কিংবা সন্ধ্যার হালকা শীতল হাওয়া দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতে শুষ্ক ত্বক, চুল ও ঠোঁটের নানা ধরনের সমস্যা হয়। শুষ্ক হয়ে চুল পড়া বেড়ে যায়। একারণে এসময় চুলের বাড়তি যত্ন নিতে হয়। কিছু বিষয় মেনে চললে ঘরে বসেই চুলের পরিচর্যা করা সম্ভব। শীতে ঠোঁটে টান টান বোধ হয় সবার আগে।
ত্বক ও চুলের যত্নে প্রাকৃতিক জিনিস পছন্দ করেন অনেকে। জলপাইয়ের তেল এমন একটি উপাদান, যেটি ত্বক ও চুল উভয়ের যত্নেই কাজ করে। জলপাইয়ের তেল চুল পড়া কমাতে সাহায্য করে। চুলের গোড়া মজবুত করে। এর মধ্যে থাকা অ্যান্টিএইজিং উপাদান ত্বকের তারুণ্য ধরে রাখতে কাজ করে।
ত্বকের জন্য জলপাইয়ের তেল ত্বকের প্রদাহ ও ব্রণ কমাতে সাহায্য করে।
উপাদান
* দুই চা চামচ জলপাইয়ের তেল
* ১/৩ কাপ দই
প্রণালি
১. একটি পাত্রে উপাদানগুলো মেশান।
২. মুখ ভালোভাবে পরিষ্কার করে মিশ্রণটি মাখুন।
৩. ১৫ মিনিট এভাবে রেখে দিন।
৪. এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
চুলের জন্য
জলপাইয়ের তেল ও ডিমের মাস্ক
জলপাইয়ের তেল ও ডিমের মাস্ক চুল পড়া কমায়, চুলের বৃদ্ধি ভালো করে।
উপাদান
• ১/২ কাপ জলপাইয়ের তেল
• এক চা চামচ মধু
• একটি ডিমের কুসুম
প্রণালি
১. সব উপাদান একটি পাত্রের মধ্যে মেশান।
২. মিশ্রণটি চুলে মেখে আধা ঘণ্টা রেখে দিন।
৩. এবার হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
ঠোঁটের জন্য ১. স্ক্রাবিং এর জন্য আপনি ঠোঁটে পুরু করে ভেসলিন লাগিয়ে চিনি দিয়ে আলতো ভাবে ঘুষে ঠোঁটের মৃত কোষ তুলতে পারেন।
২. এছাড়াও টুথপেষ্ট ঠোঁটে লাগিয়ে ব্রাশ দিয়ে আলতো ভাবে ঘুষলেও ঠোঁটের মরা চামড়া ওঠে যায়।
৩. ঠোঁটের স্ক্রাবিং এর পর অবশ্যই ঠোঁটের আদ্রর্তা বজায় রাখার জন্য ঠোঁটে ময়েশ্চারাইজার করতে হবে। সেক্ষেত্রে লিপজেল, ভেসলিন, পমেড অথবা পেট্রলিয়াম জেলি ব্যবহার করতে হবে।