Home লাইফস্টাইল শসার অজানা সব ব্যবহার

শসার অজানা সব ব্যবহার

ত্বকের যত্নে অবাক করা ৫টি শসার ব্যবহার

একটি পুষ্টিকর সবজি হিসেবে শশার চাহিদা অতুলনীয়। কাঁচা কিংবা রান্না করে অথবা সালাদ হিসেবে- সব রকমভাবেই খাওয়া যায় এই শসা। আর রূপচর্চার ক্ষেত্রে এর ব্যবহার অনস্বীকার্য। এসব ছাড়াও শসার রয়েছে কিছু ব্যতিক্রমী ব্যবহার। আসুন জেনে নিই সে সম্পর্কে-

একটানা কাজ করার ফলে মাথা ব্যথা শুরু হলে কয়েক টুকরা শসা খেয়ে ৫ মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকুন। মাথা ব্যথা সেরে যাবে।

নিঃশ্বাসের দুর্গন্ধের সমস্যা দূরীকরণে কয়েক টুকরা শসা চিবিয়ে খেয়ে ফেলুন। নিঃশ্বাসের দুর্গন্ধ থাকবে না।

বাসার আশেপাশে বাগান থাকলে কীটপতঙ্গের অত্যাচার থেকে রক্ষা পেতে একটা এ্যালুমিনিয়াম কৌটায় কয়েকটুকরা শসা রেখে দিন। এ্যালুমিনিয়ামে শসা এমন এক গন্ধের সৃষ্টি করবে যা কীটপতঙ্গ একেবারেই সহ্য করতে পারে না। তবে এতে মানুষের কোন সমস্যা হয় না।

দেয়ালে পেন্সিলের হিবিজিবি দাগ পড়ে গেলে শসার খোসা নিয়ে ক্রেয়নের দাগগুলো মৃদু ঘষে তুলে ফেলুন। দেখবেন খুব সহজেই উঠে গেছে। এমনকি কলমের কালিও ঘষে তুলে ফেলা যায়।

ছুরি, চাকু বা দায়ের মরিচা দূর করার জন্য এক টুকরা শসা কেটে নিয়ে ঘষে নিন। দেখবেন মরিচাতো দূর হবেই, সাথে ভেসে উঠবে পুরনো ধারের উজ্জ্বলতাও।