সুন্দর মানানসই পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক না হলে যেন সাজটাই অসম্পূর্ণ থেকে যায়। আবার এও খেয়াল রাখা দরকার যেন লিপস্টিক তাড়াতাড়ি উঠে না যায়। কিন্তু অনেকেরই লিপস্টিক বেশিক্ষণ স্থায়ী হয় না। লিপস্টিক যাতে বেশি সময় স্থায়ী হয়, তার জন্য রয়েছে কিছু টিপস। আসুন জেনে নিই লিপস্টিক স্থায়ী করার উপায়
# প্রথমে ঠোঁট স্ক্রাব করুন। এর পর তেল ছাড়া লিপবাম লাগান।
# ঠোঁটে ফাউন্ডেশন বা কনসিলার লাগান। কনসিলার দিয়ে ঠোঁটের বাইরে বাউন্ডারি আঁকুন।
# এর পর লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। লিপ কালার ঠোঁটের মাঝখান থেকে দু’ধারে সমান করে লাগান।
# এর পর একটি টিস্যু ঠোঁটের উপর ধরে ট্রান্সলুসেন্ট পাউডার ব্রাশ দিয়ে লাগান।
# আর এক প্রস্ত লিপকালার লাগিয়ে নিন।
# লিপস্টিক তোলার সময় সাবান না ঘষে পেট্রোলিয়াম জেল, তুলোয় ময়শ্চারাইজার বা অলিভ অয়েল লাগিয়ে তুলুন।