রান্নার একটি অপরিহার্য উপাদান হল লবণ। খাবারের স্বাদ অনেকটাই নির্ভর করে লবণের ব্যবহারের ওপর। রান্নার পাশাপাশি আরও বিভিন্ন ব্যবহার রয়েছে লবণের। জেনে নিন লবণের বিভিন্ন ব্যবহার সম্পর্কে-
মাউথওয়াশ হিসেবে
১ টেবিল চামচ লবণ ও ১ টেবিল চামচ মেন্থল তেল এক গ্লাস পানিতে মেশান। দ্রবণটি দিয়ে প্রতিদিন ভোরে গার্গল করুন। এতেই দূর হবে মুখের দুর্গন্ধ।
ঝকঝকে দাঁতের জন্য
৩ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ লবণ মেশান। মিশ্রণে কয়েক ফোঁটা মিন্ট তেল ও ১ টেবিল চামচ গ্লিসারিন মিশিয়ে দাঁতে লাগান। এবার দাঁত ব্রাশ করে ফেলুন। ঝকঝকে ও সাদা হবে দাঁত।
ডিওডোরেন্ট হিসেবে
লবণ ব্যবহার করে নিজেই বানিয়ে নিতে পারেন ডিওডোরেন্ট। ১ চা চামচ লবণের সঙ্গে গোলাপজল মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। প্রয়োজন মতো ব্যবহার করুন চমৎকার এই ডিওডোরেন্ট।
নাক বন্ধ হয়ে গেলে
১ চা চামচ লবণ পানিতে মিশিয়ে ড্রপারের সাহায্যে কয়েক ফোঁটা নাকে দিন। বন্ধ নাক খুলে যাবে।
ত্বকের যত্নে
৩ টেবিল চামচ মধুর সঙ্গে লবণ মেশান। মিশ্রণটি মুখে লাগান ঘষে ঘষে। ১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ব্রণ ও ত্বকের ইনফেকশন দূর হবে।