Home লাইফস্টাইল লবণের যত ব্যবহার

লবণের যত ব্যবহার

রান্নার একটি অপরিহার্য উপাদান হল লবণ। খাবারের স্বাদ অনেকটাই নির্ভর করে লবণের ব্যবহারের ওপর। রান্নার পাশাপাশি আরও বিভিন্ন ব্যবহার রয়েছে লবণের। জেনে নিন লবণের বিভিন্ন ব্যবহার সম্পর্কে-

মাউথওয়াশ হিসেবে

১ টেবিল চামচ লবণ ও ১ টেবিল চামচ মেন্থল তেল এক গ্লাস পানিতে মেশান। দ্রবণটি দিয়ে প্রতিদিন ভোরে গার্গল করুন। এতেই দূর হবে মুখের দুর্গন্ধ।

ঝকঝকে দাঁতের জন্য

৩ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ লবণ মেশান। মিশ্রণে কয়েক ফোঁটা মিন্ট তেল ও ১ টেবিল চামচ গ্লিসারিন মিশিয়ে দাঁতে লাগান। এবার দাঁত ব্রাশ করে ফেলুন। ঝকঝকে ও সাদা হবে দাঁত।

ডিওডোরেন্ট হিসেবে

লবণ ব্যবহার করে নিজেই বানিয়ে নিতে পারেন ডিওডোরেন্ট। ১ চা চামচ লবণের সঙ্গে গোলাপজল মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। প্রয়োজন মতো ব্যবহার করুন চমৎকার এই ডিওডোরেন্ট।

নাক বন্ধ হয়ে গেলে

১ চা চামচ লবণ পানিতে মিশিয়ে ড্রপারের সাহায্যে কয়েক ফোঁটা নাকে দিন। বন্ধ নাক খুলে যাবে।

ত্বকের যত্নে

৩ টেবিল চামচ মধুর সঙ্গে লবণ মেশান। মিশ্রণটি মুখে লাগান ঘষে ঘষে। ১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ব্রণ ও ত্বকের ইনফেকশন দূর হবে।