Home আন্তর্জাতিক রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি ইন্দোনেশিয়া

রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরি থেকে আবারও অগ্ন্যুৎপাত ঘটেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল থেকে আগ্নেয়গিরি থেকে লাভা উদ্‌গিরণ ও আশপাশে চাই ছড়িয়ে পরায়, এখানকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির সেন্টার ফর আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক বিপদ প্রশমন (পিভিএমবিজি) তাদের ওয়েবসাইটে, স্থানীয় অধিবাসীদের আগ্নেয়গিরির কাছাকাছি না যাওয়ার জন্য অনুরোধ করেছে। তাদেরকে উচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এর আগে এই সতর্ক সংকেত ৩ এ নামিয়ে আনা হয়। মঙ্গলবার আরও ৪ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়।