Home জাতীয় রাজশাহীতে আম পাড়া শুরু

রাজশাহীতে আম পাড়া শুরু

রাজশাহীতে আম পাড়া শুরু হয়েছে! জেলার বিভিন্ন বাগানে আজ থেকে আম পাড়ার কার্যক্রম শুরু হয়েছে। এখন যেটা পাড়া হচ্ছে, সেটা গুটি আম। এর মধ্যে দিয়ে বাজারে উঠছে এই মৌসুমের প্রথম আম। আগামী ২৫ মের পর শুরু হবে গোপালভোগ জাতের আম। রাজশাহীর নগরী ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, আমচাষি ও ব্যবসায়ীরা আম পাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে গুটি আম এখনো ভালোভাবে পরিপক্ব না হওয়ায় সব বাগানে পাড়া শুরু হয়নি। নগরীর তেরোখাদিয়া কুখন্ডী ও বুধপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, বাগানে অল্পসংখ্যক চাষি ও ব্যবসায়ী আম পাড়ছেন। তাদের দাবি, এখনো বাগানে গুটি জাতের আম সেভাবে পাকা শুরু হয়নি। তবে সময় ঘনিয়ে এসেছে, এখন গুটি জাতের সঙ্গে অন্য জাতের আমও পাকা শুরু হবে। আম ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, জেলা প্রশাসকের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আজ থেকে গুটি আম নামানো শুরু হয়েছে। দুপুরে রাজশাহীর বানেশ্বর হাটে আম নিয়ে যাব বিক্রির জন্য। তবে প্রথম দিন খুব বেশি আম পাড়ার পরিকল্পনা নেই।