বছরখানেক পর সংগীতশিল্পী পড়শীর একটি গানের ভিডিও আসছে। ‘রাস্তা’ নামের গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ২৬ এপ্রিল অবমুক্ত হতে যাচ্ছে। এটি লিখেছেন রবিউল ইসলাম, সুর ও সংগীত করেছেন জুয়েল মোর্শেদ। ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।
মিউজিক ভিডিও প্রকাশ উপলক্ষে একটি পোস্টারে একবারেই অন্যরূপে পাওয়া গেলো পড়শীকে। পোস্টারের এই ছবি দেখেই বোঝা গেলো সবাইকে ভীষণ চমক দেবেন এই সঙ্গীত তারকা। পোস্টারে ভৌতিক আবহে পাওয়া গেলো পড়শীকে।
গানটি প্রসঙ্গে পড়শি বলেন, গানটির কথা বেশ মজার লেগেছে। আর পুরো রক আমি করিনি কখনো। রক মুডের প্রেমের গান গাওয়া উপভোগ করেছি। গাইতে গিয়ে বেশ মজা পেয়েছি। আর ভিডিওতে তো, আমি একবারেই ভিন্নরূপে দর্শক-শ্রোতার সামনে হাজির হচ্ছি। আশা করি, দর্শক- শ্রোতারাও গানটির অডিও এবং ভিডিও খুব এনজয় করবেন।
রক ধাঁচের গানটি শুরু হয়েছে এভাবে-
‘রাস্তা দিয়ে হাঁটি যখন বোকার মতো চেয়ে থাকো,
বলছি শোনো সাহস নিয়ে সামনে এসে আমায় ডাকো।’
২০০৮ সালে চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ এর দ্বিতীয় রানার আপ হয় পড়শি। পড়শীর প্রথম রেকর্ডিং ছিল ২০০৯ সালে একটি সিনেমার জন্য। ২০০৭ সালে, তিনি “কমল কুঁড়ি” নামে একটি গানের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন এবং “দেশের গান” বিভাগে বিজয়ী হন।