জিকির এমন একটি ইবাদত যা মানুষের কলবকে পরিষ্কার করে। আল্লাহর নৈকট্য লাভের পথকে প্রসারিত করে। জিকিরের মধ্যে এমন কিছু জিকির আছে যা অত্যন্ত ফজিলতপূর্ণ।
একটি ফজিলতপূর্ণ জিকির হলো:
কালেমা তাওহিদ: “لَاۤ اِلٰهَ إِلَّااللّٰهُ، وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ” (উচ্চারণ: “লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।”) এই কালেমা পড়লে আল্লাহ তায়ালা বেশ কিছু মর্যাদা দান করবে:
১০ জন গোলামকে মুক্তি দেয়ার সমান নেকি লাভ করবে।
১০০টি নেকি লাভ করবে।
১০০ টি গোনাহ থেকে ক্ষমা পাবে।
সে ওই দিন শয়তানের ক্ষতি থেকে মুক্ত থাকবে।
আর তার চেয়ে বেশি নেকি কেউ করতে পারবে না। আল্লাহ তায়ালা মুমিন মুসলমানকে এ জিকিরের ঘোষণার অসাধারণ ফজিলত ও উপকারিতা দান করুন। আমিন।