বাংলাদেশে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক ১৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, প্রতিটি SIM কার্ড/e-SIM সরবরাহের বিপরীতে বিদ্যমান মূসকের পরিমাণ ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রতিটি সিম বা ই-সিমের বিপরীতে মূল্য সংযোজন কর ১০০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করার প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী।
এখন মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া সেবায় ১৫ শতাংশ মূল্য সংযোজন করের পাশাপাশি ১৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা আছে। এই পরিবর্তনের ফলে মোবাইল ব্যবহারের খরচ বাড়তে পারে কয়েক গুণ।