Home তথ্যপ্রযুক্তি মেলায় এআই প্রযুক্তির ল্যাপটপ আনল আসুস

মেলায় এআই প্রযুক্তির ল্যাপটপ আনল আসুস

আসুস প্রথমবারের মতো নিয়ে এসেছে এআই প্রযুক্তি সমন্বিত কো-পাইলট প্লাস ল্যাপটপ। এই ল্যাপটপগুলো মাইক্রোসফটের কো-পাইলট প্লাস এআই প্রযুক্তিনির্ভর ল্যাপটপগুলি কাজে লাগিয়ে সহজেই এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন কাজ করা যাবে। এই ল্যাপটপগুলোর মধ্যে প্রোআর্ট পি১৬, পিএক্স ১৩, এবং পিজেড ১৩ মডেলের ল্যাপটপগুলিতে এএমডি রাইজেন এআই ৩০০ সিরিজের প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০ সিরিজের শক্তিশালী গ্রাফিকস কার্ড রয়েছে। এই ল্যাপটপগুলি কনটেন্ট নির্মাতারা সহজেই ভালো মানের কনটেন্ট তৈরি করতে পারবেন।