রোস্ট তো আমাদের অনেকেরই প্রিয় একটা খাবার। আজ আমরা জানবো মুরগির সুস্বাদু ঝাল রোস্ট সম্পর্কে-
চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি।
প্রয়োজনীয় উপকরন :
মুরগীর মাংস দেড় কেজি (কিংবা ৭/৮টা পিস নিতে পারেন),জয়ফল সামান্য,জয়ত্রী ১/২ চা চামচ, চিনা বাদাম ৪ চা চামচ (বাটা বা গ্রাইন্ড করা),দারুচিনি – ৪ টুকরা (হাফ ইঞ্চি),এলাচি – ৩/৪ টা, কিসমিস ১০/১২ টা,তেজপাতা, ৩/৪ টা, আলু বোখারা ৩/৪ টা, আদা ১ টেবিল চামচ, রসুন দেড় টেবিল চামচ,ধনিয়া ১ চা চামচ, জিরা ১ চা চামচ,কাঁচা মরিচ পেষ্ট/ বাটা/ গ্রাইন্ড (ঝাল বুঝে) ২ টেবিল চামচ,টমেটো সস ২ টেবিল চামচ, টক দই এক কাপের অর্ধেকের কম,চিনি ১ চা চামচ, পরিমান মত লবন/পানি,তেল পনে এক কাপ,লাল মরিচ গুড়া হাফ চা চামচ ঝাল বুঝে, পেঁয়াজ কুঁচি এক কাপ (বেরেস্তার জন্য, সামান্য লবন যোগে পেঁয়াজ ভেজে তুলে রাখলেই বেরেস্তা হয়ে যায়)
প্রস্তুত প্রনালীঃ
তেল ছাড়া বাকী সব মশলা দিয়ে মাংস মিশিয়ে নিন এবং এভাবে আধা ঘন্টার জন্য রেখে দিন। লবন দিতে ভুলবেন না! (তবে লবন প্রথমে সব সময়েই কম দিয়ে শুরু করতে হয়)যে পাত্রে বেরেস্তা ভাঁজা হয়েছিল (বেরেস্তা ভেঁজে আগেই উঠিয়ে রাখতে হবে), সেই পাত্রে তেল দেখে নিন এবং সেই তেলেই রান্না শুরু করুন। মাংস গুলে তেল গরম করে দিয়ে দিন। মশলা গুলোও সব দিয়ে দিন।
মশলার পাত্র ধুয়ে হাফ কাপ পানি দিতে ভুলবেন না। এবার ঢাকনা দিয়ে মাধ্যম আঁচে আধা ঘন্টা জ্বাল দিন। মাঝে মাঝে নাড়িয়ে দিতে ভুলবেন না। গোসত নরম হল কিনা দেখে নিন। যদি গোসত নরম না হয় তবে আরো কিছু ক্ষনের জন্য ঢাকনা দিয়ে জ্বাল দিন, পানি/ঝোল কমে গেলে প্রয়োজনে আরো কিছু পানি দিতে পারেন।
আগুনের আঁচ কম থাকবে, বেশি আঁচ হলে, ঝোল কমে পুড়ে যাবে। মাঝে মাঝে নাড়িয়ে দিন।ফাইন্যাল লবন দেখুন, লাগলে দিন। বেরেস্তা গুড়া করে ছিটিয়ে দিন।কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিতে পারেন পরিবেশনের জন্য।