পার্টিতে যাবেন? চশমাটা পরবেন না খুলে রাখবেন! কী করবেন বুঝে উঠতে পারছেন না৷ কন্ট্যাক্ট লেন্স, সে তো আপনি পরতেই পারেন৷ তবে ঠিকঠাক ফ্যাশন স্টেটমেন্ট মেনে চললে চশমাতেও আপনি হয়ে উঠতে পারেন আকর্ষণীয়৷
১. গোল মুখের জন্য দৈর্ঘ্যে-প্রস্থে সমান আয়তাকার চশমা বাছুন৷ চৌকো মুখের জন্য এভিয়েটর লুক আর লম্বা ফেস কাটিংয়ের জন্য পারফেক্ট লম্বাটে গোল ধাঁচের চশমা।
২. পার্টিতে চশমা পরে যেতে হলে চুলটা স্ট্রেট হলে ভালো৷ তাতে খোলা চুলে চশমা পরলে স্মার্ট লাগবে৷
৩. চুল একটু কোঁকড়া হলে চুলটাকে হাল্কা ব্রাশ করে সামনের দিকে এনে রিমলেস চশমা পরলে চেহারায় ফুটে উঠবে আলাদা গাম্ভীর্য৷
৪. চশমা পরার আগে একটা স্মোকি আই মেকআপ করে নিতে ভুলবেন না৷ এর ফলে চশমাতে চোখটা হয়ে উঠবে আরও বেশি আকর্ষণীয়৷
৫. আপনার চশমাটা যদি হয় মোটা কালো ফ্রেমের, তাহলে সাইড পার্টিং করে টাইট জিন্স আর টপের সঙ্গে দিব্যি মানিয়ে যাবে৷
৬. ব্লু জিন্স আর সাদা বা ফেডেড টপ পরে বের হলে, তার সঙ্গে দারুণ মানানসই সোনালি ওভাল ফ্রেমের চশমা।
৭. একটু অফবিট ফ্যাশন চাইলে মুনগ্লাসও ব্যবহার করতে পারেন পার্টিতে৷ তবে লেন্সের কালার আপনার পোশাকের সঙ্গে ম্যাচিং না হলেও যেন মানানসই হয়৷
৮. পার্টিতে সবসময় চশমা চোখে না রেখে কখনও মাথার উপরে তুলে, কখনও বা হাতে নিয়ে, কখনও বা মুঠিতে ধরে পোজ দিন৷ আর সঙ্গে রাখুন আত্মবিশ্বাস৷ সকলে একবার আপনার দিকে না তাকিয়ে পারবেই না৷