Home তথ্যপ্রযুক্তি মুখের কথা অন্য ভাষায় যেভাবে অনুবাদ করবেন গুগল ট্রান্সলেটরে

মুখের কথা অন্য ভাষায় যেভাবে অনুবাদ করবেন গুগল ট্রান্সলেটরে

গুগল ট্রান্সলেটরে মুখের কথা অন্য ভাষায় অনুবাদ করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে পারেন:

গুগল ট্রান্সলেটর অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করুন।
বাঁ দিকের বক্সে যে ভাষা থেকে অনুবাদ করতে চান তা নির্ধারণ করুন।
ডানের বক্সে যে ভাষায় অনুবাদ করতে চান তা নির্বাচন করুন।
বাঁ দিকে ‘এন্টার টেক্সট’ এর নিচে থাকা মাইক্রোফোন আইকনে ট্যাপ করুন।
কাঙ্ক্ষিত বাক্য উচ্চারণ করুন বা অডিও থাকলে তা চালু করুন।
এরপর যে ভয়েস ইনপুট দেওয়া হয়েছে, সেটি কাঙ্ক্ষিত ভাষায় অনূদিত হয়ে ডান দিকের বক্সে প্রদর্শিত হবে।
এই পদ্ধতি অনুসরণ করে আপনি সহজেই গুগল ট্রান্সলেটরের সাহায্যে মুখের কথা অন্য ভাষায় অনুবাদ করতে পারবেন।