মায়ের চরিত্রে দিলারা জামানকে দেখে অভ্যস্ত দর্শক। মমতাময়ী গর্ভধারিনীর রূপটিই তিনি সুন্দরভাবে ফুটিয়ে তোলেন পর্দায়। আর এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তবে মা দিলারা জামানের অশ্রু এবার ভাবাবে দর্শককে। মা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রযত্নে’। এতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। আর তাই মা দিবসের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রযত্নে’
‘কিছু শব্দের গল্প, কিছু নৈঃশব্দ্যের’- এমন ট্যাগলাইন দিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রযত্নে’। বিশ্ব মা দিবস সামনে রেখে এটি উন্মোচন করা হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। ৯ মিনিট ৩৭ সেকেন্ডের চলচ্চিত্রটিতে দিলারা জামান একাই অভিনয় করেছেন।
স্বল্পদৈর্ঘ্যটিতে নিঃসঙ্গ এক বৃদ্ধার চরিত্রে দেখা যায় তাকে। যেখানে তিনি একা একাই কথা বলেন। পরিবারের সদস্যদের ডাকেন। কিন্তু কেউ সাড়া দেন না। এছাড়া স্বামীর ভালোবাসার কথা তিনি ডায়েরিতে লিখতেন। নাতিকে সে ডায়েরি দেখাবেন বলে হেঁটে হেঁটে স্টোর রুমে যান। সেখানে গিয়ে তার মনে পড়ে- তার ঠিকানা এখন কোথায়!
এ প্রসঙ্গে নির্মাতা সাদাত হোসাইন বলেন, ‘কাজটি নিয়ে আমি খুব আশাবাদী। যখন ক্রমশই মানুষ সম্পর্কের অনিবার্য সংবেদনশীলতাগুলো ভুলে যাচ্ছে, গভীরতাগুলো ফিকে হয়ে যাচ্ছে, তখন আমার কাজের মাধ্যমে সেই সম্পর্কের অনুভূতিতে নাড়া দিতে চাই। প্রযত্নে তেমনই একটি সম্পর্ক ও অনুভূতির গল্প।’
এছাড়া দিলারা জামানকে নিয়ে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘দিলারা জামানের মতো একজন গুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারাটাও বিশেষ কিছু। এজন্য বাংলাঢোলকে ধন্যবাদ অকৃত্রিম সহযোগিতা এবং সমর্থন দিয়ে পাশে থাকার জন্য।’
চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘গল্পে একটি চমক আছে। এমন একটি চমকলাগা চরিত্রে কাজ করতে পেরে আমিও গর্বিত। সাদাতসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ সুন্দর একটি চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য।’
উল্লেখ্য, ছবিটি প্রকাশ উপলক্ষে ৮ মে বিকেলে ফেসবুক লাইভে এসেছিলেন দিলারা জামান। তার সঙ্গে ছিলেন এর নির্মাতা সাদাত হোসাইন ও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।