Home ইসলাম ও জীবন মহানবী (সা.)-এর শিক্ষা, বিপদে সাহায্যে আল্লাহর সন্তুষ্টি

মহানবী (সা.)-এর শিক্ষা, বিপদে সাহায্যে আল্লাহর সন্তুষ্টি

ইসলামে অসহায় মানুষের সেবা একটি মহান ইবাদত। আল্লাহ যাকে অর্থ-সম্পদ দিয়েছেন, তিনি সে সম্পদ থেকে অভাবী মানুষকে সাহায্য করলে তাতে আল্লাহতায়ালা খুশি হন। এ ধরনের মানবিক কর্তব্য পালন রাত জেগে অবিরাম নফল নামাজ আদায় ও অবিরত নফল রোজার সমতুল্য। মুমিন মাত্রই একে অন্যের ভাই। এক মুমিন অপর মুমিনের মধ্যে এমন ভালোবাসা ও আন্তরিকতা থাকবে যে, পরস্পর একটি দেহের মতো মনে হবে। একজনের ক্ষতি আরেকজনকে ততটাই আহত করবে, মাথায় আঘাত পেলে যেমন সারা শরীর আহত হয়। বিপদগ্রস্ত ও অভাবের সময় একে অন্যের প্রতি আন্তরিকভাবে সহযোগিতার হাত প্রসারিত করবে। কোনো ভাই অসুস্থ বা আহত হলে কিংবা কোনো ক্ষতি বা বিপদের সম্মুখীন হলে অপর ভাই তার সাহায্যে এগিয়ে আসবে। কারণ দুনিয়ায় কোনো মানুষের পক্ষে একাকী বাস করা সম্ভব নয়। বিভিন্ন প্রয়োজনে একে অপরের সাহায্য ছাড়া মানুষ চলতে পারে না। এ ছাড়া বিপদসংকুল পরিস্থিতিতে অন্যের সাহায্যের প্রয়োজন পড়ে। হজরত আবু হুরায়রা (রা.)বলেন, (সা.) বলেছেন, একদিন পথে এক ব্যক্তির খুবই তৃষ্ণা পেয়েছিল। সে একটি কূপ দেখতে পেয়ে তাতে নামল এবং পানি পান করে উঠে এল। তখন দেখতে পেল, একটি কুকুর তৃষ্ণার জ্বালায় জিহ্বা বের করে হাঁপাচ্ছে এবং তৃষ্ণা মেটাতে কাদামাটি খাচ্ছে। তখন লোকটি মনে মনে বলল, আমার যেমন ভীষণ তৃষ্ণা পেয়েছিল, এ কুকুরেরও ঠিক তেমনি তৃষ্ণা পেয়েছে। সে কূপে নেমে চামড়ার মোজা ভরে পানি নিয়ে এল এবং কুকুরকে পান করাল। ফলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হলেন এবং তাকে মাফ করে দিলেন।’ সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, পশুর ক্ষেত্রেও কি আমাদের জন্য প্রতিদান রয়েছে?’ উত্তরে তিনি বললেন, ‘প্রতিটি প্রাণীতেই সওয়াব রয়েছে।’ (বুখারি, হাদিস: ২৪৬৬)

এই হাদিসটি দয়া ও করুণার মহত্ত্ব এবং প্রাণীদের প্রতি দয়া করার গুরুত্ব তুলে ধরে। এটি আমাদের শিখায় যে, সকল প্রাণীর প্রতি দয়া করা এবং তাদের প্রতি ভালো আচরণ করা আমাদের দায়িত্ব এবং এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। এই হাদিসটি মানবিকতা এবং সহানুভূতির একটি অনন্য উদাহরণ হিসেবে দেখা যায়।