Home ভ্রমন মরুভূমিওসমুদ্রর মিলন যেখানে

মরুভূমিওসমুদ্রর মিলন যেখানে

নামিবিয়ার সোয়াকোপমন্ডের সল্ট জ্যাকাস হোটেলে প্রচণ্ড ঠান্ডায় কাঁপছি। শহরটা মরুভূমির ওপর, তারপরও তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস। সেটাকে আরও ভয়াবহ করে তুলেছে আটলান্টিকের বাতাস। দিনে অস্বস্তিকর গরম, বিকেল গড়াতেই জেঁকে বসে তীব্র শীত—সোয়াকোপমন্ড এলাকার তাপমাত্রা এমনই বিচিত্র। নামিবিয়ার রাজধানী উইন্ডহোক থেকে ২৮০ কিলোমিটার পশ্চিমের এই শহর দেশের প্রধান সমুদ্রতীরবর্তী এলাকা। আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত সোয়াকোপমন্ডের মানুষজনের প্রধান অবলম্বন মাছ। অবশ্য আমাদের এই শহরে আসার কারণ নামিব। পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলোর একটি এই মরুভূমি। তিনটি দেশে প্রায় ৮১ হাজার বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত নামিব। কমপক্ষে ৫৫ মিলিয়ন বছর বয়সী নামিবকে বিশ্বের প্রাচীনতম মরুভূমি বলে মনে করা হয়। অঞ্চলটার কোথাও মঙ্গল গ্রহের মতো উঁচু বালুর টিলা, কোথাও এবড়োখেবড়ো পাহাড়, আবার কোথাও বা নুড়ি সমভূমি। গ্রীষ্মে তাপমাত্রা ৪৫হয়।