মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশে একটি মাল্টিপল এন্ট্রি ভিসা ‘জিসিসি গ্র্যান্ড ট্যুর’ চালু হতে যাচ্ছে। এই ভিসায় সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সৌদি আরবসহ মোট ছয়টি দেশ ঘুরতে পারবেন পর্যটকরা। এই ভিসার আওতায় তিনটি দেশে দুই রাত করে অবস্থান ও দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর জন্য খরচ হতে পারে প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ হাজার থেকে ১ লাখ ২৭ হাজার টাকা। এই ভিসা চালু হলে পর্যটন খাতে বড় ধরনের প্রসার ঘটবে এবং পর্যটকরা সহজেই এই ছয় দেশ ভ্রমণ করতে পারবেন।