ভ্রমণে ক্রেডিট কার্ডের মূল সুবিধা হলো ঋণসীমা পর্যন্ত খরচ করে পরে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সুদ ছাড়াই ধার শোধ করা যায়। এছাড়া, ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত নগদ ডলারও বহন করতে হয় না, কারণ অনেক ব্যাংকের ক্রেডিট কার্ডে ডলার রেট খোলা বাজারের দাম থেকে কম থাকে, যে কারণে কার্ডে খরচ করার পর অপেক্ষাকৃত কম রেটেই সেটা পরিশোধ করা যায়। এ ছাড়া, ক্রেডিট কার্ডের সঙ্গে কিস্তিতে ভ্রমণ খরচ পরিশোধ করার সুবিধা দেওয়া হয় অনেক ব্যাংকের কার্ডে।