স্মার্টফোনে বিভিন্ন ধরণের অ্যাপ আসে যা ভূমিকম্পের মুহূর্তে বা কিছু আগে ব্যবহারকারীকে সতর্ক করে। অ্যান্ড্রয়েড ও আইফোনের নিজস্ব ফিচারও রয়েছে যা ব্যবহারকারীকে সতর্ক করে।ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ যার পূর্বাভাস পাওয়ার তেমন কোনও প্রযুক্তি আমাদের হাতে নাই। এখন পর্যন্ত বিভিন্ন গবেষণা এবং পর্যবেক্ষণ থেকে কিছু পূর্বাভাস দেওয়ার চেষ্টা করা হয়।
ভূমিকম্প অ্যালার্ট চালু করার নিয়মঃ আইফোনে
- ১. আবহাওয়া দফতরের তথ্যের ওপর ভিত্তি করে ভূমিকম্প অ্যালার্ট পাঠিয়ে থাকে অ্যাপল
- ২. সেটি পাওয়ার জন্য আইফোনের সেটিংসে গিয়ে সেখানে নোটিফিকেশন অপশানে ট্যাপ করতে হবে
- ৩. সেখানে ইমার্জেন্সি অ্যালার্ট চালু করে দিতে হবে। ইমার্জেন্সি অ্যালার্ট পাওয়া না গেলে গভর্মেন্ট অ্যালার্টের সবগুলো অপশন চালু করে দিতে হবে।
ভূমিকম্প অ্যালার্ট চালু করার নিয়মঃ অ্যান্ড্রয়েড
- ১. এই ফিচারটি রয়েছে অ্যান্ড্রয়েড-৫ বা তার উপরের সংস্করণে
- ২. ফিচারটি চালু থাকতে অবশ্যই সেলুলার বা ওয়াইফাই নেট চালু থাকতে হবে
- ৩. এছাড়া ফোনের লোকেশান চালু রাখতে হবে
- ৪. এগুলো চালুর পরে ফোনের সেটিংসে গিয়ে ‘Safety & Emergency’ অপশনে যেতে হবে। সরাসরি না পেলে সার্চ থেকে Safety লিখলেই চলে আসবে
- ৫. সেখানে ‘Earthquake Alert’ অপশনটি চালু করে দিতে হবে
- ৬. অপশনটির নিচে ‘Permission’ অপশন থাকতে পারে। সেখানে গিয়ে সব পারমিশন চালু করে দিতে হবে।
ভূমিকম্পের অ্যালার্ট পেতে হলে স্মার্ট ফোনে লোকেশান চালু রাখতে হবে।