আজ সোমবার মুক্তি পেল অনুষ্কা শর্মা প্রযোজিত দ্বিতীয় ছবি ‘ফিল্লোরি’–র ট্রেলার। আর তা দেখে রীতিমতো চমকে উঠলেন অনুষ্কা ভক্তরা।
ছবিতে অনুষ্কা অভিনয় করেছেন এক পাঞ্জাবি ভূতের চরিত্রে। আর ছবির প্রেক্ষাপট পাঞ্জাবের ফিল্লোর গ্রাম। ঘটনাক্রমে ভূত–অনুষ্কার বিয়ে হয়ে যায় এক জীবিতর সঙ্গে। আর সেই চরিত্রে দেখা যাবে সুরজ শর্মাকে।
তিনি একজন মাঙ্গলিক হওয়ায় বাগ্দত্তার সঙ্গে বিয়ের আগে একটি গাছের সঙ্গে বিয়ে করতে হয় তাকে। আর সেই গাছেই বাস অনুষ্কার ভূতের। ব্যস্! বরকে আর ছাড়তে চায় না সে। যেখানেই যায় পিছু নেন। এমনকি বিয়েতেও চলে বাগড়া। এর পরই ফ্ল্যাশব্যাকে উঠে আসে অনুষ্কার অতীত। গ্রামের উঠতি গায়ক দিলজিতের সঙ্গে সম্পর্ক হয়েছিল তাঁর। আর বাকী ইতিহাস জানা যাবে ছবি মুক্তির পর।
উল্লেখ্য, অনুষ্কার প্রযোজনায় প্রথম ছবি ‘এনএইচ১০’। সেই ছবির গল্পও ছিল অন্য রকম। আর তাই স্বাভাবিকভাবেই ‘ফিল্লোরি’ নিয়ে দর্শকদের আগ্রহ একটু বেশি। ছবিতে অনুষ্কা ছাড়াও আরো অভিনয় করছেন সূরজ শর্মা, দিলজিৎ দোসাঞ্ঝ প্রমুখ৷
ছবিটি পরিচালনা করছেন শাহরুখের ‘চক দে’ ছবির সহ পরিচালক আনশাই লাল। ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ মার্চ।