প্লেস্টেশন ভিজ্যুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেটের জন্য সনি বেশ কয়েকটি নতুন গেইম উন্মুক্ত করেছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ই৩ ভিডিও গেইম সম্মেলনে এ গেইমগুলোর ট্রেইলার প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
সেখানে ভিআর সেটের জন্য স্কাইরিমের ট্রেইলার উন্মুক্ত করা হয়। তবে কবে নাগাদ গেইমটি বাজারে আসবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
ই৩ সম্মেলনে ভিআরসেটে খেলার উপযোগী গেইম মন্সটার অব দ্য ডিপ-ফাইনাল ফ্যান্টাসিরও ট্রেইলার প্রকাশিত হয়। গেইমটি বাজারে আসবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে। সব প্রস্তুতি প্রায় শেষ।
সনি জানিয়েছে, মুক্তির অপেক্ষায় থাকা আকর্ষণীয় টাইটেলের কিছু গেইম প্লেস্টেশন ৪ কনসোলেও খেলা যাবে। তবে এতে স্পাইডারম্যান খেলতে হলে অপেক্ষা করতে হবে ২০১৮ পর্যন্ত।
এর আগে মাইক্রোসফট তাদের নতুন গেইমের ফিচারগুলো সামনে আনে। কিন্তু সেখানে ভিআর সেটভিত্তিক গেমগুলোর প্রাধান্য খুব কম ছিল।
গত সপ্তাহেই সনি ১০ লাখ ভিআর সেট বিক্রির কথা জানায়। তাই ভিআরসেটের বাজারে এখন মাইক্রোসফটের চেয়ে সনির আধিপত্যই বেশি দেখা যাবে। তাই ভিআরসেটের নতুন গেইম বাজারে আনবে সনি।
গেইমিংয়ের দুনিয়ায় বৈচিত্র্য আনার জন্যই সনি ভিআর সেটের ব্যবহার বাড়িয়েছে বলে মনে করেন গেইম বিশ্লেষক ব্রিয়ান ব্লাউ। [সুত্রঃ বিবিসি]