সঞ্জয় কাপুরের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ! তারপর বেশ কিছুদিন নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন কারিশমা। তারপর গত বছরের ব্যবসায়ী সন্দ্বীপ তৌশনিওয়ালের সঙ্গে বাগদানের গুজব শোনা যায়।
সে সময় ব্যাপারটাকে গুজব বলে উড়িয়ে দিলেও শেষ পর্যন্ত সেটি আর গুজব থাকল না। এবারে নিজের প্রেমিককে নিয়ে সামনে এলেন কারিশমা।
সম্প্রতি কারিনা সাইফ দম্পতি আয়োজিত এক পারিবারিক পার্টিতে সন্দ্বীপকে নিয়ে হাজির হন কারিশমা। উক্ত পার্টিতে একই গাড়িতে এসে হাজির হন তারা।
উল্লেখ্য, ২০০৩ সালে সঞ্জয় কাপুরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিশমা। পরবর্তীতে ২০১৪ সালে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন তিনি। তারই প্রেক্ষিতে ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের।