আগামী ২৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ছবি ‘ডুব’। মুক্তির ঠিক একমাস আগে আগামী বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) আসছে এর ট্রেলার। অর্থাৎ বৃহস্পতিবার আসছে ‘ডুব’ এর ট্রেলার
ছবির একাংশের প্রযোজনা সংস্থা বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং তার সঙ্গে যুক্ত হয়েছে কলকাতার এস কে মুভিজ।
গত মঙ্গলবার দুপুরে ফেসবুকে স্ট্যাটাসে ফারুকী লিখেন, ‘বুকের ভিতর বয়ে চলে পাহাড় নামের নদী। আহারে জীবন, আহা জীবন!’ কেমন সে নদী? অক্টোবরের সাতাশ তারিখ থেকে দেখা মিলবে সেই নদীর। আসিতেছে। তার আগে অবধারিতভাবে আসছে ট্রেলার, দুই সপ্তাহের মধ্যেই।’
এরপর ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানান, ‘আর মাত্র দু-দিন পরই ‘ডুব’ ছবির ট্রেইলার আসছে। মানে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ছবির প্রথম ট্রেলার দর্শক দেখতে পাবেন। আশা করি দর্শক এটি পছন্দ করবেন।’
‘ডুব’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, কলকাতার পার্নো মিত্র, নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী প্রমুখ। জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ইরফান খান ফিল্মস ও কলকাতার এসকে মুভিজও ডুব নির্মাণে টাকা লগ্নি করেছে। আগামী ২৭ অক্টোবর শুধু বাংলাদেশে নয়, একইসঙ্গে ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ছবিটির মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে ‘ডুব’ ছবির।
উল্লেখ্য, ছবিটি নন্দিত লেখক হুমায়ূন আহমেদের পরিবারের অনুমতি ছাড়াই তার জীবনী নিয়ে বানানো হয়েছে দাবি করে এর মুক্তিতে আপত্তি জানিয়েছিলেন হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন।
তার আপত্তির মুখে ছবিটিকে কোনো রকম মুক্তি না দিতে আদেশ দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর অনেক জল ঘোলার পর তথ্য মন্ত্রণালয় ও সেন্সরবোর্ড বিভিন্ন রকম যাচাই-বাছাই শেষে বেশ কিছু দৃশ্য কর্তন করে গত ৮ আগস্ট ছবিটিকে সেন্সর ছাড়পত্র দেয়।