বিশ্বের সবদেশে যতো বন্দী কারাগারে আছেন তাদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তিকে নিয়ে বিশেষ রিপোর্ট প্রকাশ করেছে টেলিগ্রাফ। এ বন্দী প্রায় ৩৩ বিলিয়ন ডলারের মালিক। তার নাম চ্যাংপেং ঝাও। চ্যাংপেং ঝাও হলেন ক্রিপটোকারেন্সি ফার্ম বিনান্সের প্রতিষ্ঠাতা। তিনি একটি ‘মার্কিন অর্থপাচার বিরোধী আইন’ লঙ্ঘন করেছেন যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড দেন সিয়াটলের একটি আদালত। তার সম্পদ হারানোর পেছনে রুশ-ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, বিটকয়েনের তুলনায় মার্কিন ডলারের ব্যাপক মূল্যবৃদ্ধি এবং ক্রিপ্টো-ধস অন্যতম। এরপরই ২০২৩ সালের শেষের দিকে তার আবার উত্থান ঘটতে থাকে এবং সেবছরই তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ ওঠে।