Home ভ্রমন বিশ্বের সবচেয়ে বড় টিউলিপ-বাগানটিতে কত জাতের ফুল আছে

বিশ্বের সবচেয়ে বড় টিউলিপ-বাগানটিতে কত জাতের ফুল আছে

বিশ্বের সবচেয়ে বড় টিউলিপ বাগানটি হল কেউকেনহোফ পার্ক, যা নেদারল্যান্ডসের লিসি শহরে অবস্থিত। এই বাগানে প্রায় ৮০০ প্রজাতির টিউলিপ ফুলের চারা রয়েছে, যা প্রতি বছর প্রায় ৭০ লাখ ফুলের চারা হিসেবে লাগানো হয়। এই বাগানটি বিশ্বের সবচেয়ে বড় টিউলিপ বাগান হিসেবে পরিচিত এবং এর অপরূপ সৌন্দর্য ও বিস্তৃতির জন্য বিখ্যাত।