Home তথ্যপ্রযুক্তি বাংলাদেশে টিকটকের বিজ্ঞাপন-সুবিধা চালু

বাংলাদেশে টিকটকের বিজ্ঞাপন-সুবিধা চালু

বাংলাদেশে টিকটকের বিজ্ঞাপন-সুবিধা সম্প্রতি চালু হয়েছে। এই নতুন সুবিধার মাধ্যমে বাংলাদেশের বিজ্ঞাপনদাতারা এখন টিকটক প্ল্যাটফর্মে তাদের পণ্য ও সেবার প্রচারণা চালাতে পারবেন। ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থা অ্যালেফকে (সাবেক এইচটিটিপুল) এই বিজ্ঞাপন সুবিধার জন্য টিকটকের বিক্রয় অংশীদার হিসেবে নির্বাচিত হয়েছে। এই পরিষেবাটি বাংলাদেশের বিজ্ঞাপনদাতাদের জন্য নতুন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন ফরম্যাট ব্যবহারের সুযোগ করে দেবে এবং টিকটকের বিশাল ব্যবহারকারী বেসের সাথে তাদের যুক্ত করবে।