Home অর্থনীতি বাংলাদেশি উদ্যোক্তারা লন্ডনে গ্রোথ স্ট্রাটেজি প্রোগ্রামে

বাংলাদেশি উদ্যোক্তারা লন্ডনে গ্রোথ স্ট্রাটেজি প্রোগ্রামে

লন্ডন বিজনেস স্কুলের গ্রোথ স্ট্র্যাটেজি প্রোগ্রামে বাংলাদেশি উদ্যোক্তারা অংশ নেয়েছেন। এই প্রোগ্রামে এন্ট্রেপ্রেনারস অর্গানাইজেশন (ইও) বাংলাদেশ চ্যাপ্টারের সাত সদস্য অংশগ্রহণ করেছেন।বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী সদস্যরা হলেন:

এপেক্স প্রোপার্টি লিমিটেডের চেয়ারম্যান মাইক কাজী
অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির
ইভিন্স গ্রুপের পরিচালক শাহ্ রাঈদ চৌধুরী
অ্যালটেক অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আম্মার মামুন
অ্যারিস্টো ফার্মা লিমিটেডের পরিচালক আহমেদ ইমতিয়াজ হাসান
ফখর উদ্দিন ব্রাদার্সের পরিচালক ফখরউস সালেহীন নাহিয়ান
অপসোনিন ফার্মার এক্সিকিউটিভ ডিরেক্টর জুবায়ের খান
এন্ট্রেপ্রেনারস অর্গানাইজেশন একটি বিশ্বব্যাপী নেটওয়াকিং প্ল্যাটফর্ম, যা ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ৭৬টি দেশের ১৮ হাজার উদ্যোক্তা এর সদস্য। বাংলাদেশে প্রতিষ্ঠানটি ২০১৬ সালে যাত্রা শুরু করে এবং বর্তমান সদস্য সংখ্যা ৫৫।