Home লাইফস্টাইল বলিরেখা দূর করতে কার্যকরী ফেসপ্যাক

বলিরেখা দূর করতে কার্যকরী ফেসপ্যাক

ত্বকের নানা সমস্যার জন্য অনেকাংশে দায়ী আমাদের চারপাশের ধুলাবালিযুক্ত পরিবেশ। যার ফলে বয়স ত্রিশের কোঠা ছাড়ালেই দেখা দিতে পারে ত্বকের বলিরেখা। তবে ঘরে বসেই আপনি করতে পারেন এই সমস্যার সমাধান। আসুন জেনে নিই ত্বকের বলিরেখা দূর করতে কার্যকরী দুটি ফেসপ্যাক সম্পর্কে-

১। প্রথমে পাউরুটি গুঁড়ো গুঁড়ো করে নিন। এবার মাখন নিয়ে তা চুলায় বা ওভেনে দিয়ে গলিয়ে নিন। এবার এই মাখন ও পাউরুটির গুঁড়ো দিয়ে একটা মোলায়েম পেস্ট তৈরি করে নিন। পেস্টটি চোখের পাশে মাখিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করুন। শুকিয়ে গেলে আলতো করে তুলে ফেলুন। কিন্ত সাবধান পানি লাগাবেন না। কমপক্ষে ৫/৬ ঘণ্টা পর মুখে পানি লাগান। মাখনের বদলে হালকা গরম নারিকেল তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন।

২। ১ টেবিল চামচ মধু নিয়ে হালকা গরম করে নিন। এবার এই গরম মধুর সাথে একটা ডিমের কুসুম নিয়ে তা ভালো করে মেশান। এর সাথে ১ টেবিল চামচ মিহি করে গুঁড়ো করা ওটস যোগ করুন। মিশ্রণটি যদি বেশি ঘন হয়ে যায় তবে তাতে কাঁচা দুধ যোগ করুন। এবার এই মিশ্রণ চোখের আশেপাশে মেখে রাখুন ঠিক ১০ মিনিট। খেয়াল রাখবেন যেন একটুও বেশি রাখবেন না। ১০ মিনিট পর প্রথমে উষ্ণ পানি ও পরে সাধারণ পানি দিয়ে মুখে ধুয়ে ফেলুন।

ভাল ফলাফল পেতে এই পদ্ধতিগুলো সপ্তাহে ৩ বার করে এক মাস অবলম্বন করুন।