ফেসবুক মেমোরিজ বন্ধ রাখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
মেমোরিজ ট্যাবে ক্লিক করুন।
পরের পৃষ্ঠার ওপরে থাকা সেটিংস আইকনে ট্যাপ করুন।
নোটিফিকেশনস অপশন থেকে ‘অল মেমোরিস’ নির্বাচন করুন।
‘হাইলাইটস’ থেকে ‘নান’ অপশন নির্বাচন করলে মেমোরিজে কোনো পোস্ট প্রদর্শন করবে না ফেসবুক।
এছাড়াও, আপনি চাইলে নির্দিষ্ট ব্যক্তি, দিন ও কি-ওয়ার্ডসংবলিত ফেসবুক পোস্ট প্রদর্শনও বন্ধ করতে পারবেন। আরও তথ্যের জন্য আপনি প্রথম আলো এবং দৈনিক ইত্তেফাক এর নির্দেশিকা দেখতে পারেন।