Home বিনোদন ফারিণের না,আমির খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে

ফারিণের না,আমির খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে

‘পাত্রী চাই’ বলিউড সুপারস্টার আমির খানের প্রযোজিত বাংলা ছবি। কিন্তু ফারিণ সিনেমায় অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন। সিনেমার সবকিছু ঠিক কিন্তু শিডিউল সমস্যা মারাত্মক। শুটিংয়ের শিডিউল তিনবার পরিবর্তন করা হয়েছে। শিডিউল অনুযায়ী আমিও আমার শিডিউল তিনবার পরিবর্তন করে তাদের সময় দিয়েছি। শেষ পর্যন্ত তিনবারই সিনেমার শুটিং শুরু হয়নি। এ সিনেমায় অভিনয়ের জন্য আমার অন্য কাজের শিডিউল নষ্ট হচ্ছে। নতুন শিডিউল হলে সে শিডিউল অনুয়ায়ী শুটিং শুরু হবে কিনা সে বিষয়টিও অনিশ্চিত, তাই সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বলিউড অভিনেতা আমির খানের ফান্ড সমস্যার কারণে শুটিং আটকে গেছে ‘পাত্রী চাই’ জানা গেছে ।