জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতা থেকে উঠে আসা শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। আগামী ১৪ ও ১৫ই এপ্রিল মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিতে দু’দিনের সফরে ভারতে যাচ্ছেন তিনি। অ্যালবামটির নাম ‘আবদার’।
এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘আবদার’ আমার একটা প্রকাশিত অ্যালবামের নাম। যেটি গত বছর ভালোবাসা দিবসে প্রকাশ পায়। এই অ্যালবামের টাইটেল গানটির নাম ‘আবদার’। যেটি মিউজিক ভিডিও নির্মাণ করতে যাচ্ছি ভারতে।’
‘আবদার’ গানে পড়শীর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ইমরান। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর-সংগীতও করেছেন ইমরান। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। ভিডিওটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু।
মিউজিক ভিডিও বিষয়ে তানিম রহমান অংশু জানান, ‘আগামী ১৯ ও ২০ তারিখ ইন্ডিয়ার কয়েকটি লোকেশনে গানটির চিত্রায়ন করা হবে।’
মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে আগামী ঈদে।
উল্লেখ্য, আসছে ১লা বৈশাখ উপলক্ষে আসছে পড়শীর ‘মন ভুলাইয়া’ নামের আরও একটি গান যেখানে তার সহ-শিল্পী হিসেবে রয়েছেন জুয়েল মোর্শেদ।