জমকালো সাজের সঙ্গে মানানসই লিপস্টিক না পরলে যেন সাজটাই একেবারে মাটি হয়ে যায়। তবে লিপগ্লস, লিপবাম বা লিপস্টিক যা-ই হোক না কেন সেগুলো কেমিক্যাল প্রোডাক্ট। ফলে তা ক্ষতি করে ত্বকের। কিন্তু যদি প্রাকৃতিক উপায়েই পেয়ে যান ফুলের পাঁপড়ির মতো নরম, লালচে এক জোড়া ঠোঁট। আসুন তবে জেনে নিই ঘরোয়া উপায়েই ঠোঁট রাঙিয়ে তুলার উপায়।
১. প্রতিদিন ঠোঁটে হাল্কা স্ক্রাবিং করার চেষ্টা করুন। কেননা এটি ঠোঁটকে সতেজ দেখায়।
২. এক টেবল চামচ মধুর সঙ্গে কিছুটা ব্রাউন সুগার মিশিয়ে মিশ্রণটি ঠোঁটে লাগান। এবার ভাল করে স্ক্রাব করুন ক্লক ওয়াইজ।
৩. কিছু ক্ষণ স্ক্রাবিং করার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আর এতে করে ঠোঁট থাকবে নরম ও সুন্দর।
৪. পরিষ্কার একটি টুথব্রাশ দিয়েও করতে পারেন হাল্কা স্ক্রাব।
৫. ঠোঁটকে সতেজ রাখতে তাতে নিয়মিত লাগানসিরাম। আরসিরাম হিসাবে ব্যবহার করতে পারেন নারকেল তেল, আমন্ড ও অলিভ অয়েল।
৬. এছাড়া পাউটি লিপস করাও আজকাল বেশ ফ্যাশন ইন। অলিভ অয়েলের সঙ্গে কিছুটা দারুচিনি মিশিয়ে লাগিয়ে ফেলুন ঠোঁটে। কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন। আর তফাৎ নিজেই দেখুন।