চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ যুদ্ধবিমানের এক পাইলট নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক কো-পাইলট। চিকিৎসা নিচ্ছেন আহত কো-পাইলট।
বিমান বিধ্বস্তের ঘটনায় আহত পাইলটের নাম জাওয়াদ। তিনি চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছেন। আরেক কো-পাইলট আহত অবস্থায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। ঘটনা নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা। বিমানটি উদ্ধার করে নদীর কিনারে আনার কাজ চলমান রয়েছে।
এই যুদ্ধবিমান হল Yak-130, যা সাবসনিক দুই সিটের উন্নত জেট প্রশিক্ষণ এবং হালকা যুদ্ধ বিমান। এটি ১৯৯৬ সালে প্রথম আকাশে উড়ানো হয়েছিল। এরপর ২০০২ সালে এটি রুশ সামরিক পাইলটদের প্রশিক্ষণের জন্য প্রধান আকাশযান হিসেবে নির্বাচন করা হয়।