বাংলাদেশে ঈদের সময় অনলাইনে পশু কেনা-বেচা শুরু হয়েছে কয়েকবছর আগেই। তবে এবার পেশাদার কসাইও মিলবে ইন্টারনেটে। এই সুযোগটি এনে দিয়েছে ইন্টারনেট ভিত্তিক সার্ভিস প্লাটফর্ম সেবা ডট এক্সওয়াইজেড। এই সেবাটির ফলে ঘরে বসেই কসাই নির্বাচন এবং বুকিং করা যাবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুরবানির পশুর দাম অনুযায়ী নির্ধারিত হবে কসাই। এক্ষেত্রে গ্রাহকের পশুর দামের উপর প্রতি হাজারে তিনশত টাকা করে সেবামাশুল প্রদান করতে হবে। তবে এই সেবাটি পাওয়া যাবে ঢাকার মধ্যে।
সেবা ডটএক্সওয়াইজেড-এর প্রধান নির্বাহী আদনান ইমতিয়াজ হালিম বলেন, শহর কেন্দ্রিক জীবন যাত্রায় অনেকেই পশু কুরবানির সময়ে মাংস প্রক্রিয়াকরণে দক্ষ কসাই খুঁজে পান না। তাদের পাশে থাকবে সেবা। এছাড়া আমরা চাই শহরের বর্জ্য ব্যবস্থাপনাও হবে পরিকল্পিত। এক্ষেত্রে রয়েছে আমাদের ক্লিনিং সার্ভিস।
বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে sheba.xyz/kurbani.