প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন। এই অভিষেকে তিনি টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হলেন, যা একটি নতুন ইতিহাস ও রেকর্ড তৈরি করে। তিনি গত মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পর মঙ্গলবারের শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ৭১ বছর বয়সী এই নেতা।