চুল মানুষের চেহারার অন্যতম একটা অংশ। যা মানুষকে আরো বেশি সুন্দর করে তোলে। কিন্ত আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাদের চুল অতিরিক্ত মাত্রায় পাতলা। ফলে পড়তে হয় নানা বিপত্তিতে। আজ তাই জেনে নিন পাতলা চুলের ঘনভাব দেখানোর উপায়-
নারিকেল তেল নয়:
বহু উপকার থাকার পরও এই তেল পাতলা চুলের জন্য উপকারী নয়। নারিকেল তেল চুল আর্দ্র করার তুলনায় উজ্জ্বল করে বেশি। তাই সরাসরি তেল ব্যবহার না করে তেল আছে এমন চুলের মাস্ক ব্যবহার করুন। যা চুলকে সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করবে।
সিঁথি পরিবর্তন:
সবসময় মাথার একই পাশে সিঁথি না করে মাঝে মধ্যে তা পরিবর্তন করুন। এতে চেহারায় পরিবর্তন আসবে ও দেখতে ভালো লাগবে। চুলের ঘনত্ব বাড়াতে একটু ঘন দিকে সিঁথি করুন।
প্রান্তে খেয়াল:
চুলের আগা ছাঁটার পর মনে হয় আগের চাইতে ঘন লাগছে চুল। চুলের বৃদ্ধি কমে গেলেও নিয়মিত আগা ছাঁটা হলে চুলের নিস্তেজভাব কমে। তাই চুলের প্রান্তে ‘ময়েশ্চারাইজ’ করার পাশাপাশি আগা ছেঁটে রাখুন।
চুল ফুলিয়ে বাঁধা:
সত্তর বা আশি দশকের মতো নয়, যাদের চুল পাতলা তারা সামান্য ফুলিয়ে বাঁধলে দেখতে স্বাভাবিক মনে হবে। ফলে পাতলা চুল লাগবে ঘন।
প্রসাধনী:
যাদের চুল পাতলা তাদের জন্য পানি ও ‘মুস’ ভিত্তিক প্রসাধনী বেশি উপযোগী। তৈলাক্ত কোনো প্রসাধনী ব্যবহার করলে চুলের পক্ষে বেশি ভারী হয়ে যায় এবং লেপটে থাকে। তাই ‘মুস’ হতে পারে পাতলা চুলের চরম বন্ধু।