Home তথ্যপ্রযুক্তি পাঁচ মিনিটে স্মার্ট ফোন চার্জ হবে

পাঁচ মিনিটে স্মার্ট ফোন চার্জ হবে

গ্রাহকের উন্নততর সেবার বিষয়টি মাথায় রেখে মাত্র পাঁচ মিনিটে স্মার্ট ফোন চার্জ করার নতুন প্রযুক্তি ২০১৮ সাল নাগাদ বাজারে আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০১৫ সালে ইসরায়েলের স্টোরডট নামের একটি প্রতিষ্ঠান আমেরিকার লাস ভেগাসে এক প্রযুক্তি মেলায় এ ধরণের প্রযুক্তি তুলে ধরেছিল।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানিয়েছেন আগামী বছরের মধ্যে পাঁচ মিনিটে মোবাইল ফোন চার্জ করার প্রযুক্তি ক্রেতাদের হাতে পৌঁছে যাবে। তবে এ ধরণের প্রযুক্তি নিয়ে সন্দেহ পোষণ করছেন প্রযুক্তি বিশ্লেষক বেন উড।

দুটি এশিয়ান ব্যাটারি প্রস্ততকারক প্রতিষ্ঠানে এর পরীক্ষামূলক উৎপাদন চলছে। ২০১৮ সালের প্রথম প্রান্তিকে বড় পরিসরে এর উৎপাদন শুরু হবে।

আগের সপ্তাহেই বার্লিনে একটি প্রযুক্তি প্রদর্শনীতে বৈদ্যুতিক গাড়ির নতুন একটি ব্যাটারি উন্মোচন করেছে স্টোরডট। এ ব্যাটারিও পাঁচ মিনিটে পূর্ণ চার্জ করা যায়। একবার চার্জে গাড়ি ৩০০ মাইল পর্যন্ত চলবে।

এ ধরনের ব্যাটারি যদি সত্যিই বাজারে আসে তাহলে সেটি এক যুগান্তাকরী ঘটনা হবে বলে মনে করেন প্রযুক্তি বিশ্লেষক বেন উড। তিনি মনে করেন, এর ঝুঁকিও থাকতে পারে।

কোন ব্যাটারি যদি অধিক মাত্রায় তাপ উৎপাদন করে তাহলে সেটি ব্যাটারির কার্যক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে তার আশংকা।