মিয়া খলিফা। এক নামেই তাকে চেনেন বিশ্বের কোটি কোটি মানুষ। বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্ন অভিনেত্রী তিনি। কিন্তু বর্তমানে এই পর্নো তারকার তার এই পেশা ছেড়ে দিয়েছেন বলে জানালেন তিনি। সাবেক সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের সঙ্গে কথা বলার সময় একথা জানান তিনি।
পর্ন পেশা থেকে সরে আশার কারণ সম্পর্কে তিনি নিজেই মুখ খুলেছেন। বলেছেন, জঙ্গি গোষ্ঠী আইসিস তাকে হত্যার হুমকি দিয়েছে। এর ফলে নিজেকে তিনি দেখতে পেয়েছেন নিয়ন্ত্রণের বাইরে, প্রচুর ঝুঁকিতে। তাই ছেড়ে দিয়েছেন পর্নো দুনিয়া। এখন স্পোর্টস প্রেজেন্টার হিসেবে কাজ করছেন।
তিনি বলেন, খুব দ্রুতই আমি জনপ্রিয়তা পেয়ে যাই। বিষয়টি আমি বেশ উপভোগও করতাম। শেষমেশ যেটা করতে হয়েছে, তা করতে চাইনি আমি। আসলে আমি এভাবে এ জগত ছাড়তে চাই নি। আমি চেয়েছিলাম ওই হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলি। কিন্তু পারি নি। আমাকে পরাজয় মেনে নিতে হয়েছে।
লেবাননের এক খ্রিস্টান পরিবারে জন্মান খলিফা। ১০ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ধীরে ধীরে নীল ছবির জগতে পা রাখেন তিনি। একপর্যায়ে হয়ে ওঠেন বিশ্বের প্রথম সারির পর্ন অভিনেত্রীদের একজন।