যাঁরা মোবাইলে অল্প ডাটা কিনে ব্যবহার করেন, তাঁদের সামান্য ডাটা বাঁচলেও লাভ। ডাটা ব্যবস্থাপনা ও বাঁচানোর সুবিধাযুক্ত নতুন একটি অ্যাপ নিয়ে পরীক্ষা চালাচ্ছে গুগল। ট্রায়াঙ্গল নামের অ্যাপটি বর্তমানে ফিলিপাইনে পরীক্ষা চলছে। গুগল প্লেস্টোরে নির্দিষ্ট অঞ্চলের মানুষের জন্য ওই অ্যাপটি পরীক্ষা করে দেখছে গুগল। পরীক্ষা সফল হলে অন্যান্য অঞ্চলে এটি উন্মুক্ত করতে পারে।
গুগলের ওই অ্যাপটি ইন্টারনেট ডাটা ব্যবস্থাপনার পাশাপাশি যেসব অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থেকে ডাটা খরচ করে, তা বন্ধ করে দেয়। এ ছাড়া বর্তমান ডাটা ব্যবহারের পরিমাণ ও প্রিপেইড ডাটার অবস্থা জানাতে পারে। এ ছাড়া নির্দিষ্ট অ্যাপকে ডেটা ব্যবহারের জন্য সময় ঠিক করে দেওয়ার সুবিধাও আছে এতে। টেলিকম অপারেটরদের সঙ্গে চুক্তিতে ওই অ্যাপ ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে।
অবশ্য এ অ্যাপটি কবে নাগাদ অন্য দেশগুলোতে চালু হবে, সে তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
নতুন অ্যাপটির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে ডাটা সাশ্রয় করার অ্যাপ আনার প্রচেষ্টা দেখা গেল। এর আগে কয়েকটি দেশে গুগল ক্রোমে ডাটা সেভার ফিচার ও ইউটিউব গো সুবিধা এনেছে গুগল। এ অ্যাপগুলো ডাটা সাশ্রয়ে কাজ করে।
এ ছাড়া সম্প্রতি কম গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধার কয়েকটি দেশে অ্যান্ড্রয়েড গো নামের একটি নতুন অপারেটিং সিস্টেম এনেছে গুগল। এই অপারেটিং সিস্টেমটি কেবল ৫১২ এমবি থেকে ১ জিবি র্যামের স্মার্টফোনের জন্য তৈরি। এতে কাস্টোমাইজড ডাটা সেভিংস অ্যাপযুক্ত নতুন সংস্করণের প্লেস্টোর আছে। ২০১৮ সাল থেকে অ্যান্ড্রয়েড গো চালিত স্মার্টফোন দেখা যাবে। তথ্যসূত্র: এনডিটিভি।