মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। বিশেষ প্রতিযোগিতার মাধ্যমে নয় বরং নিজের মেধা দিয়ে ইতোমধ্যে শীর্ষ একটি স্থান দখল করে নিয়েছেন তিনি। বর্তমানে নিয়মিত অভিনয় করছেন নাটকে। প্রচারে রয়েছে অনেকগুলো নাটক।
তবে শখ ভক্তদের জন্য সুখবর হল খুব শিঘ্রই নতুন একটি পণ্যের বিজ্ঞাপনে দেখা যাবে সকলের প্রিয় এই অভিনেত্রীকে। পণ্যটির নাম মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডার।
এ প্রসঙ্গে শখ বলেন, ‘বছরজুড়ে মি. হোয়াইটের প্রচারণামূলক কাজে অংশ নেব। আশা করছি এ দায়িত্ব আমার চলার পথে ভিন্নমাত্রা যোগ করবে।’
কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড এর উক্ত পণ্যটির প্রচারণামূলক কাজের জন্য আজ সোমবার (১৩ মার্চ) চুক্তিবদ্ধ হয়েছেন শখ। চুক্তি স্বাক্ষরের সময় সেখানে উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইশতিয়াক নাহিদ, হেড অব সেলস মো. সোহেল হাওলাদার, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আব্দুল্লাহ আল মনসুর।
বিজ্ঞাপনটিতে শখের বিপরীতে দেখা যাবে এবিএম সুমনকে। এছাড়া আরো জানা গেছে, মি. হোয়াইটের বিজ্ঞাপনী কার্যক্রম শিগগিরই দেখতে পাবেন দর্শকরা।