Home লাইফস্টাইল দাগ, ব্রণ ও বলিরেখাহীন ত্বকের জন্য

দাগ, ব্রণ ও বলিরেখাহীন ত্বকের জন্য

বর্তমানে সমস্যাহীন ত্বকের অধিকারী এমন ভাগ্যবান মানুষ খুঁজে পাওয়া বেশ কষ্টকর। ত্বকের সমস্যা সমাধানে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকলেও বেশিরভাগ সময় দেখা যায়, এসকল পণ্য দেয়া ছেড়ে দিলে আবার শুরু হয়ে যায় আগের সমস্যা। তাই ত্বকের সমস্যা সমাধানে সবার আগে বেঁছে নিন ঘরোয়া উপাদান। কেননা এতে ক্ষতিকর পদার্থ থাকার ভয় থাকে না।

আপনাকে দাগ, ব্রণ ও বলিরেখা থেকে মুক্তি দিবে মাত্র দুইটি উপাদান। এই চিকিৎসাকে বলা হয় মাইক্রোডার্মাব্রাসন। অলিভের তেল ও বেকিং সোডা ব্যবহারে আপনি প্রথম বারেই বুঝতে পারবেন এর কার্যকারিতা।

আমাদের ত্বকের জন্য বেশ উপকারি একটি অপাদান অলিভ বা জলপাইয়ের তেল। এটি খুব সহজে আপনার ত্বককে  করে তুলবে নরম ও কোমল। এর সাথে বেকিং সোডা ব্যবহারের ফলে তা আপনার ত্বকের মরা চামড়া তুলে ফেলতে সহায়ক হবে। আর এই দুইয়ের মিশ্রণ খুব সহজে আপনার ত্বককে  করবে পরিস্কার। প্রথমবার ব্যবহারেই আপনি বুঝতে পারবেন এর কার্যকারিতা।

ব্যবহারবিধি

প্রথমে অলিভ তেলের সাথে বেকিং সোডা ভালভাবে মিশিয়ে ত্বকে আলতো করে ৫ মিনিট ঘষে নিন। তারপর ৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।