ব্রণ ও ব্রণের দাগ নিয়ে আমাদের প্রায়ই ভুগতে হয়। ত্বকের ক্লান্তি দূর করার পাশাপাশি ব্রণ ও ব্রণের দাগ দূর করে লেমন আইস কিউব। খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এটি। এখন থেকে তবে দাগহীন ত্বকের জন্য ব্যবহার করুন লেমন আইস কিউব।
প্রস্তুতপাণালীঃ
– একটি পাত্রে ১ কাপ লেবুর রস নিন।
– ২ কাপ গোলাপজল মেশান।
– ১ চা চামচ লেমন জেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে আইস ট্রেতে করে ফ্রিজে রাখুন।
– বরফ জমে গেলে পাতলা কাপড়ে মুড়ে ত্বকে ঘষে নিন আলতো করে।
– সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারেন লেমন আইস কিউব।
ব্যবহারবিধিঃ
– প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে কাজ করে লেবু।
– ব্রণের দাগসহ ত্বকের বিভিন্ন দাগ দূর করে লেবু।
– ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা।
– লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ব্রণ দূর করে। এছাড়া লোমকূপের ভেতর থেকে ময়লা দূর করতেও এর জুড়ি নেই।
– লেবুতে রয়েছে ভিটামিন সি যা ত্বক রাখে স্বাস্থ্যোজ্জ্বল।