Home স্বাস্থ্য ও চিকিৎসা ত্বকে ফোসকা পড়লে করণীয়

ত্বকে ফোসকা পড়লে করণীয়

ত্বকে ফোসকা পড়লে কিছু করণীয় নিম্নরূপ:

পরিষ্কার করুন: সাবান ও পানি দিয়ে ফোসকা পড়া স্থান ভালো করে ধুয়ে নিন। একই উপায়ে আপনার হাত দুটোও ধুয়ে ফেলুন।
সুঁই দিয়ে ছিদ্র করুন: একটি সরু সুঁই আগুনের শিখায় গরম করে কিংবা স্পিরিটে ভালোমতো চুবিয়ে নিয়ে সুঁইটিকে জীবাণুমুক্ত করুন।
ড্রেসিং করুন: ফোসকার গোড়ার দিকে সুঁইয়ের ডগা দিয়ে ছোট ছিদ্র করুন। সুঁইটি বের করে আনার পর ভেতরের তরল ধীরে ধীরে বের হতে থাকবে।
ফোসকা পড়ার কারণ নির্ণয় করতে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, সংক্রমণের চিহ্নগুলো পর্যবেক্ষণ করুন।