Home লাইফস্টাইল ত্বকের যত্নে মাখন

ত্বকের যত্নে মাখন

মাখনের ফেসপ্যাক আপনার ত্বকে অসাধারণ কাজ করতে পারে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। শুষ্ক, তৈলাক্ত কিংবা সাধারণ—যেমন ত্বকই হোক না কেন, মাখনের ফেসপ্যাক আপনার ত্বকের জন্য অত্যন্ত উপকারী। চলুন, একনজরে দেখে নেওয়া যাক মাখনের ফেস্প্যাক বানানোর পদ্ধতি

মাখন ও আমের ফেসপ্যাক

শুষ্ক ত্বকের জন্য বেশ উপকারী এই ফেসপ্যাকটি। এটি ত্বকের শুষ্কতা দূর করে দীর্ঘ সময়ের জন্য ত্বকের আর্দ্রতা ধরে রাখে। কেননা আম ও মাখন দুটোতেই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’, যা রোদে পোড়া দাগ, শুষ্কতা, সংবেদনশীলতা ইত্যাদি সমাধানে সাহায্য করে।

প্রয়জনীয় উপকরণ

১।মাঝারি আকৃতির আম আধা কাপ (খোসা ছাড়িয়ে কিউব করে কাটা),

২।মাখন এক টেবিল চামচ (অর্গানিক বাটারও ব্যবহার করতে পারেন),

৩।ক্যামোমিল অয়েল আধা চা চামচ,

৪।এপরিকট অয়েল আধা চা চামচ

৫। ডিমের কুসুম একটি।

ব্যবহার পদ্ধতি

১. একটি পাত্রে মাখন, ডিমের কুসুম, ক্যামোমিল অয়েল ও এপরিকট অয়েল নিয়ে ভালো করে মেশান।

২. মিহি পেস্ট করার জন্য ব্লেন্ড করে নিতে পারেন।

৩. মুখ পানি দিয়ে ধুয়ে মুছে নিন।

৪. এবার পেস্টটি পুরো মুখ ও ঘাড়ে লাগিয়ে নিন। তবে চোখে যেন না লাগে সেদিকে খেয়াল রাখবেন।

৫. ১৫-২০ মিনিট রেখে একটি কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে মুখের প্যাকটি তুলে নিন।

৬. তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

৭. তোয়ালে দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার এবং টোনার ব্যবহার করতে পারেন।

মাখন ও স্ট্রবেরি ফেসপ্যাক

এই ফেসপ্যাকটি ত্বকের তারুণ্য ধরে রাখতে এবং দ্রুত বলিরেখা পড়া রোধ করতে সাহায্য করে। এ ছাড়াও ত্বকের দাগ ও ব্রণ দূর করতে বেশ কার্যকর। এই ফেসপ্যাকটির সঙ্গে শসা ও লেবুর রস মেশালে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রেও উপকার পাওয়া যাবে।

প্রয়োজনীয় উপকরণ

১। মাখন এক টেবিল চামচ (অর্গানিক বাটারও ব্যবহার করতে পারেন),

২। স্ট্রবেরি বড় একটি (থেঁতলে নেওয়া),

৩। শসা এক টুকরো (সাধারণ ও শুষ্ক ত্বকের জন্য),

৪। লেবুর রস এক টেবিল চামচ (তৈলাক্ত ত্বকের জন্য)

৫। ডিমের কুসুম একটি (শুষ্ক ত্বকের জন্য)

ব্যবহার পদ্ধতি

১. একটি পাত্রে সব উপাদান একসঙ্গে মিশিয়ে নিন।

২. মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত নাড়াতে থাকুন।

৩. এরপর প্যাকটি পুরো মুখে লাগান।

৪. শুকিয়ে এলে কুসুম গরম পানিতে একটি কাপড় ভিজিয়ে মুখ মুছে ফেলুন।

৫. ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

৬. সবশেষে ত্বকে ময়েশ্চারাইজার ও টোনার ব্যবহার করুন।

সতর্কতা

উল্লেখিত কোনো উপাদানে যদি আপনার অ্যালার্জি থাকে, তবে এই প্যাক ব্যবহার করা থেকে বিরত থাকুন।